বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩
27 Nov 2024 11:15 pm
জানা গেছে, মালিক ছাড়া কারো কথা শুনবে না ৯ এমএমের এই স্মার্ট আগ্নেয়াস্ত্র। আঙুলের ছাপে চলবে এই অস্ত্রটি। অন্য কেউ বন্দুক নিয়ে শত টানাহেঁচড়া করলেও বেরোবে না গুলি।
১৯৯০ সালে স্মার্ট বন্দুক তৈরির ভাবনা প্রথম মাথায় আসে বিজ্ঞানীদের। সে সময় বিষয়টি নিয়ে অনেক বিতর্ক হয়। তবে বাজারে আসা স্মার্ট বন্দুকের দাম কত হবে, তা নিয়ে ইতোমধ্যে কৌতূহলের শেষ নেই। শোনা যাচ্ছে, স্মার্ট বন্দুকের দাম হতে পারে এক লাখ ৬৫ হাজারেরও কিছু বেশি।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় বায়োফায়ার। বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করে ওই বছর থেকেই স্মার্ট বন্দুক তৈরির কাজে হাত লাগায় তারা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বের প্রথম বায়োমেট্রিক স্মার্ট বন্দুক তৈরি করেছে তারা। নতুন এই প্রযুক্তি বন্দুকজনিত অপরাধের সংখ্যা কমাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বায়োফায়ারের প্রতিষ্ঠাতা কাই ক্লোইফফার বলেন, ইতোমধ্যে সারা বিশ্বের হাজার হাজার মানুষ বন্দুকটি হাতে পেতে অগ্রিম বুকিং দিচ্ছেন। যদিও আগ্রহীদের মধ্যে মার্কিন নাগরিকরাই বেশি।
বায়োফায়ারের ওয়েবসাইটে লেখা হয়েছে, বন্দুকের পেছনে একটি ক্যামেরা থাকছে। সেই ক্যামেরা মালিকের মুখ চিনতে পারলে বন্দুকের লক নিজে থেকে খুলে যাবে। পাশাপাশি হাত থেকে নামালেই লক হয়ে যাবে বন্দুকটি। অন্যদিকে অস্ত্রটি ভুল করে কোনও শিশু বা অপরাধীর হাতে পড়লেও ক্ষতির আশঙ্কা নেই।
সূত্র: এবিপি