বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩
24 Nov 2024 05:52 pm
মঙ্গলবার (১ আগস্ট) ভরা পূর্ণিমায় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসলে সৃষ্টি হয় সুপারমুনের।
গ্রিসের রাজধানী এথেন্সসহ বিভিন্ন জায়গা থেকে দেখা মেলে সুপারমুনের। এথেন্সের কাছে দেশটির প্রাচীন পজাইডন মন্দির থেকে দেখা যায় বিরল এ চাঁদকে। এতে চাঁদের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে প্রাচীন স্থাপনাটি।
এদিকে, মেঘ থাকা সত্ত্বেও মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় বসনিয়ায় আকাশে দেখা মিলেছে সুপারমুনের। এসময় আলো আধারিতে চাঁদ-মেঘের লুকোচুরির দৃশ্য ধরা পড়ে ক্যামেরার লেন্সে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও দেখা গেছে অপরূপ সুন্দর এ সুপারমুন। এছাড়াও দেশটির অন্যান্য জায়গা থেকেও দেখা মেলে বিরল এ পূর্ণিমার। নেটিভ আমেরিকান কৃষকরা এটিকে ‘স্টার্জন মুন’ হিসেবে আখ্যায়িত করেন।
চলতি মাসের শেষেই আরও একটি সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছেন জোতির্বিজ্ঞানীরা। আর একইমাসে দ্বিতীয়বার সুপারমুন হওয়ায় এটিকে বলা হবে 'ব্লু মুন'।
এর আগে সবশেষ ২০১৮ সালে একই মাসে দুটি সুপারমুন দেখে বিশ্ব। আগামী ২০৩৭ পর্যন্ত এ ধরণের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হবে না বলেও জানান বিজ্ঞানীরা।
ব্লুমুনের সঙ্গে চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই। একই মাসে হওয়া দ্বিতীয় পূর্ণিমাকে ব্লুমুন বলা হয়। বেশিরভাগ মাসই যেহেতু ২৯ দিনের চন্দ্রচক্রের থেকে দীর্ঘ, তাই প্রায়শই একই মাসে দুটি পূর্ণিমা ঘটতে পারে।
ব্লুমুন তুলনামূলকভাবে বিরল ঘটনা, যা প্রায় আড়াই বছরে একবার ঘটে। ১৯৯৯ সালে দুটি ব্লুমুন দেখা গিয়েছিল। তার একটি জানুয়ারিতে ও অপরটি মার্চ মাসে।
সূত্র: বিবিসি