মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩
25 Nov 2024 05:08 am
৭১ভিশন ডেস্ক:- বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ৭ আগস্ট বাংলাদেশে আসছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বর্তমানে পাকিস্তানে আছে এই ট্রফি। শ্রীলঙ্কা হয়ে ট্রফিটি আসবে বাংলাদেশে।
৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে ট্রফিটি। বিসিবির পক্ষ থেকে জানা গেছে এবারের ট্রফির ফটোসেশন হতে পারে পদ্মা সেতুতে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত নয়।
বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসির নিয়মে বিশেষ স্থান বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশনের প্রথা আছে। সেই মোতাবেক পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার কথা ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয় বিশ্বকাপের ট্রফি উন্মোচন। ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয় ১৪ জুলাই। মোট ১৭টি দেশে ঘোরার শেষে ট্রফিটি চূড়ান্তভাবে যাবে ভারতে (৪ সেপ্টেম্বর)।
বিডি প্রতিদিন