সোমবার, ৩১ জুলাই, ২০২৩
24 Nov 2024 08:40 am
৭১ভিশন ডেস্ক:- রিয়াদ, ৩০ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক): সৌদি আরব ইউক্রেনে শান্তির উপায় নিয়ে আগামী সপ্তাহান্তে আলোচনার আয়োজন করার পরিকল্পনা করছে। এ আয়োজনে কিয়েভ, পশ্চিমা শক্তিধর দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কর্মকর্তারা শনিবার এ খবর জানান।
লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় অনুষ্ঠেয় এ আলোচনায় রাশিয়া অংশ নেবে না। গত মাসে কোপেনহেগেনে আয়োজিত একই ধরনের আয়োজনেও মস্কো অংশ নেয়নি।
উপসাগর ভিত্তিক তিন কর্মকর্তা এ পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করতে এ সব কথা বলেন।
অংশগ্রহণকারীদের পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি, যদিও বৃটেন ও জাপানসহ বিভিন্ন দেশ এতে অংশ নেবে বলে জানিয়েছেন কর্মকর্তাবৃন্দ।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম সৌদির উদ্যোগে এ আলোচনার খবর জানিয়ে বলেছে, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলো এতে অংশ নেবে। ব্রাজিল কোপেনহেগেনের বৈঠকেও অংশ নিয়েছিল।
ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত কূটনৈতিক উদ্যোগে সৌদি আরবের নিজেকে জাহির করার এটি সর্বশেষ প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে।
এদিকে জেদ্দায় অনুষ্ঠেয় এ বৈঠক সম্পর্কে সৌদি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।