শনিবার, ২৯ জুলাই, ২০২৩
25 Nov 2024 10:08 am
৭১ভিশন ডেস্ক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্ত্বরে সাউন্ডবাংলার সাহিত্যাড্ডা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংস্কৃতিকধারার পুরস্কার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১৪৫-এর এই আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য সংগঠক-কবি ওয়াজেদ রানা। লেখা পাঠ ও গান পরিবেশনে অংশ নেন শিল্পী-কবি বিমল সাহা, কলামিস্ট মোমিন মেহেদী, কথাশিল্পী শান্তা ফারজানা, নূরুল ইসলাম নাহিদ প্রমুখ।
এসময় লেখা পাঠ ও গান পরিবেশনের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির কাগজ ‘ন্বপ্নালোক’-এর আইয়ুব রানা সংখ্যার মোড়ক উন্মোচন করেন উপস্থিত সাহিত্যিকগণ। জাতীয় সাংস্কৃতিকধারার অন্যতম প্রতিষ্ঠাতা কথাশিল্পী শান্তা ফারজানা এসময় বলেন, সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশের অঙ্গীকারের পাশাপাশি সর্বস্তরের লেখক-কবি- লেখকদের লেখা- সুতুনি ফ্রন্টে mominmahadi@gmail.com - এ প্রেরণের আহবান জানাচ্ছি। প্রকাশিত লেখার মধ্য থেকে প্রতি মাসে সেরা ৪ জন লেখক পাবেন নগদ অর্থ ও প্রকাশনা-প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত ৩ শত টাকার বই উপহার।