শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
05 Apr 2025 10:01 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ২০২২ সালের ন্যায় এই বছরও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষরের কাছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ৩১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
শতভাগ পাসের সাথে ২০১ জন পেয়েছে জিপিএ-৫। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮৯ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এর আগে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১৩ জন জিপিএ-৫ পেয়েছিল।
বগুরুকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু বলেন, সৃজনশীল শিক্ষাদানের মধ্য দিয়ে রাজশাহী বিভাগের মধ্য অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ও তিনি জানিয়েছেন।