বুধবার, ২৬ জুলাই, ২০২৩
22 Aug 2025 02:30 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- গ্রিসে দাবানল নেভাতে গিয়ে একটি দমকল বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দেশটির ইভিয়া দ্বীপে ছোট্ট বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছে। তাতে দেখা যায়, বিমানটি পানি ছিটিয়ে দাবানল নেভানোর চেষ্টা করছে। এরপর হঠাৎ এটাকে একটা পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হতে দেখা যায়। আছড়ে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়।
আল জাজিরার প্রতিবেদন মতে, বিমান বিধ্বস্ত হওয়ার পরই ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের লক্ষ্যে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানিয়েছে গ্রিসের বিমান বাহিনী। ছোট্ট বিমানটিতে দুইজন পাইলট ছিল। তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।
বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিএল-২১৫ নামের বিমানটি গ্রিসের ইভিয়া দ্বীপের প্লাতানিস্তোস এলাকায় দাবানল নেভানোর সময় মঙ্গলবার (২৫ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টায় বিধ্বস্ত হয়।