সোমবার, ২৪ জুলাই, ২০২৩
25 Nov 2024 09:44 am
৭১ভিশন ডেস্ক:- অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে শুরু হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩। তবে গত ২০ জুলাই থেকে বিশ্বকাপ শুরু হলেও এখন পর্যন্ত মাঠে নামেনি ব্রাজিল ও আর্জেন্টিনা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে একই দিন ভিন্ন ম্যাচে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
সোমবার (২৪ জুলাই) নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি ও ব্রাজিলের প্রতিপক্ষ পানামা। আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ইডেন পার্কে। অন্যদিকে, ব্রাজিল ও পানামার মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার কুপারস স্টেডিয়ামে (হিন্দমার্শ স্টেডিয়াম)। ম্যাচ দুইটি সরাসরি দেখাবে টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।
আর্জেন্টিনা ‘জি’ গ্রুপ থেকে এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে। যেখানে বাকি প্রতিপক্ষরা হলো ইতালি, দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। অন্যদিকে ব্রাজিল অংশ নিচ্ছে ‘এফ’ গ্রুপ থেকে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো পানামা, জ্যামাইকা ও ফ্রান্স।