শনিবার, ২২ জুলাই, ২০২৩
22 Aug 2025 02:38 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে মজা পায়। তারা নিজেদের এ দেশের সম্রাট মনে করে। পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ায় না।
শুক্রবার সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জনের মারা যাওয়া নিয়ে একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কেই কিছু করলে সঙ্গে সঙ্গেই তারা চিৎকার শুরু করে। একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই।