বুধবার, ১৯ জুলাই, ২০২৩
04 Apr 2025 11:31 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকেটের মূল্য যেন আকাশ ছুঁয়েছে। সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছে টিকেট।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে দুই বছরের চুক্তিতে মেসি আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামিতে যোগ দেন গত শনিবার। পরদিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
নতুন ক্লাবের হয়ে মেসি প্রথম মাঠে নামতে পারেন আগামী শুক্রবার, লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে।
টিকেট বিক্রির ওয়েবসাইট Vivid Seats -এর বরাতে ম্যাচটির টিকেটের আকাশচুম্বী ওই দামের কথা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। ১ লাখ ১০ হাজার ডলার, এমএলএস-এর কোনো ক্লাবের ম্যাচ টিকেটের সর্বোচ্চ মূল্য এটিই।
কম দামেও পাওয়া যাবে এই ম্যাচের টিকেট। টিকেটের গড় মূল্য ৪৮৭ ডলার। ম্যাচটি দেখতে প্রায় ৭০০ মাইল ভ্রমণ করবেন কিছু সমর্থক।