সোমবার, ১৭ জুলাই, ২০২৩
25 Nov 2024 11:42 am
৭১ভিশন ডেস্ক:- আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ দল। রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানদের ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন সিরিজ জয় সামনের দিকে ভালো করতে আরো আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘অবশ্য ভালো লাগছে। কারণ ওদের সঙ্গে টি-২০ তে খুব ভালো রেজাল্ট ছিল না এর আগ পর্যন্ত। যেহেতু এ রকম কন্ডিশনে ওদের সঙ্গে একটি সিরিজ জিততে পারলাম, আমার কাছে মনে হয় এটা আমাদেরকে সামনের দিকে আত্মবিশ্বাস দেবে ভালো ফলের জন্য।’
আফগানদের বিপক্ষে এ টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস এশিয়া কাপ ও বিশ্বকাপে নিয়ে যাবেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘ওয়ানডে দলে যারা খেলে, তাদের অনেকেই এই টি-২০ দলেও আছে। ফলে ওরা এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে।’
চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক টি-২০ ম্যাচ নেই বাংলাদেশের। যে কারণে অধিনায়ক সাকিব বলছিলেন, ‘টি-২০ মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত মোমেন্টাম ভালো আছে।’
ডেইলি-বাংলাদেশ