শনিবার, ১৫ জুলাই, ২০২৩
28 Jan 2025 01:24 am
৭১ভিশন ডেস্ক:- আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করবো। যারা রাষ্ট্রের সংবিধান অমান্য করে, তাদের নিজেদের ‘বাংলাদেশি নাগরিক’ দাবি করা ঠিক নয়।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বিএনপি অনেক কিছুই বলবে। আমরা সংবিধান মেনে চলি। কারণ, ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন দেশে জাতির পিতার রেখে যাওয়া সংবিধান মেনেই নির্বাচন হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কিছু সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলবো।