বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
24 Nov 2024 03:50 am
সামাজিক মাধ্যমে এমন ঘোষণা দেওয়ার পর থেকে অনেকেই তাদের পরিচিত ছেলেদের পাত্র হিসেবে পাঠাচ্ছেন ইভের কাছে। গত জুন মাস থেকে বর বাছাইয়ের মিশনে নেমেছেন তিনি। তবে এখন পর্যন্ত কাউকেই মনে ধরেনি তার।
এক সাক্ষাৎকারে ইভ বলেন, ‘আমি প্রথমে আমার বন্ধুদের কাছে এই কথা বলি, তারা সফল না হওয়ায় আমি ভাবলাম, আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের এই প্রস্তাবটি দিলে কেমন হয়।’
ইভের ভাষ্য, এমন বিজ্ঞাপন দেখে অনেকেই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন তবে সফল হচ্ছেন না।
তিনি আরো বলেন, ‘বছর পাঁচেক ধরে আমি একা আছি। বিভিন্ন অ্যাপের মাধ্যমে বেশ কিছু ছেলের সঙ্গে পরিচয় হয় বটে, তবে লাভ হয় না খুব একটা। কোভিডের পর থেকে ডেটিং সংস্কৃতিতে বড় বদল এসেছে। এখন ডেটিং অ্যাপে কেউই সম্পর্ক বানানোর বিষয় আগ্রহী নয়। তারা ঘুরতে-ফিরতে, মজা করতেই বেশি আগ্রহী।’
বিয়ের জন্য পাত্র পছন্দের ক্ষেত্রে অবশ্য কিছু শর্ত জুড়ে দিয়েছেন ইভ। সেগুলোর মধ্যে রযেছে, পাত্রটিকে অবিবাহিত হতে হবে। তার বয়স হতে হবে ২৭ থেকে ৪০ এর মধ্যে। উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চ কিংবা বেশি হলেও চলবে। হাসিখুশি স্বভাবের বর চাই তার। সেই সঙ্গে পাত্রের ব্যক্তির খেলাধুলা, পশুপাখি পালন ও সন্তান নেয়ায় আগ্রহ থাকতে হবে।