বুধবার, ১২ জুলাই, ২০২৩
23 Nov 2024 09:35 pm
৭১ভিশন ডেস্ক:- অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের নয় বছর পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচা। মঙ্গলবার এক বিবৃতিতে সাবেক এই সেনা কর্মকর্তা জানান, রাজনীতি থেকে অবসর নেবেন তিনি।
তবে নতুন সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান প্রাউত। এরপর ২০১৯ সালে বিতর্কিত এক নির্বাচনের মধ্যদিয়ে সেনা উর্দি ছেড়ে ‘বেসামরিক’ চেহারায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতা পোক্ত করেন তিনি।
চলতি বছরের মে মাসে জাতীয় নির্বাচনে প্রাউতের দলসহ সেনা-সমর্থিত দলগুলোর ভরাডুবি হয়। বড় ধরনের জয় পায় মুভ ফরোয়ার্ড পার্টি ও পিউ থাই পার্টি নামে গণতন্ত্রপন্থি দুইটি দল। খুব শিগগিরই পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট গ্রহণ হবে। এমন অবস্থায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন প্রাউত।