বুধবার, ১২ জুলাই, ২০২৩
24 Nov 2024 07:50 am
৭১ভিশন ডেস্ক:- নির্বাচনী সংস্থা ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবমাননার মামলায় পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার একই মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই এই চেয়ারম্যান ছাড়াও দেশটির সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
ইসিপি সদস্য নিসার দুররানির নেতৃত্বে নির্বাচন কমিশনের চার সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন।
সিইসি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'অসংযত' ভাষা ব্যবহারের অভিযোগে গত বছর ইমরান খান, আসাদ ওমর ও ফাওয়াদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করে ইসিপি।
নিজেদের অবস্থান জানাতে অভিযুক্তদের বা তাদের পক্ষ থেকে কোন আইনজীবীকে ইসিপিতে হাজির হতে বলা হয়েছিল।
তবে ইসিপির সামনে হাজির হওয়ার পরিবর্তে পিটিআই নেতারা নোটিশকে সংবিধানবিরোধী মন্তব্য করে বিভিন্ন আদালতে অবমাননার কার্যধারাকে চ্যালেঞ্জ করেন। তারা উচ্চ আদালতের কাছে অভিযোগ থেকে রেহাই পেতেও আবেদন করেন।