রবিবার, ০৯ জুলাই, ২০২৩
27 Nov 2024 09:51 am
৭১ভিশন ডেস্ক:- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমাদের সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। অনেক মানুষ রক্ত দিয়েছেন, লাখো মানুষ শহীদ হয়েছেন। অনেক ত্যাগের বিনিময়ে এসেছে স্বাধীনতা। তাই জাতির দায়িত্ব হলো, সবাই ঐক্যবদ্ধ থাকা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা। বিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এ জন্য সারাদেশে জেলা সদরে ‘ন্যায় কুঞ্জ’ প্রতিষ্ঠা করা হচ্ছে।
তিনি বলেন, বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলা জট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করছে।
শনিবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রর্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন, পাখির যেমন দুইটি পাখা, তেমনি বিচারের ক্ষেত্রে একটি পাখা বিচারক আরেকটি পাখা আইনজীবী। উভয়ের সমন্বয়েই বিচার কাজ স্বল্প সময়ে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব। বেশি টাইম পিটিশন দিলে বিচার কার্যে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়, কাজেই টাইম পিটিশন কমাতে হবে। পরিশ্রম, সততা এবং সেবার মনোভাব থাকলে ভালো আইনজীবী হওয়া সম্ভব। জনগণ যাতে সহজে স্বল্প সময় ও কম খরচে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি।