শনিবার, ০৮ জুলাই, ২০২৩
21 Aug 2025 05:06 pm
![]() |
শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও ফিরলেন তামিম ইকবাল। তবে এই সিরিজেই নয়, আপাতত দেড় মাস বিশ্রামে থাকবেন তিনি।
তামিম ইকবালের হঠাৎ অবসরের সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছিলেন তার সতীর্থ, শুভাকাঙ্খিরা। তাদের মতে, সিদ্ধান্তটা সময় হওয়ার আগেই নিয়ে ফেলেছেন ড্যাশিং ওপেনার। তামিমের ঘোষণাটা যে অভিমান থেকে এসেছে সেটিও শুরু থেকেই ধারণা করছিলেন তারা। তাই তামিমের সিদ্ধান্ত বদল হোক সেটিই চাইছিলেন তারা। এবারে তাদের মুখে হাসি ফুটেছে।