শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩
03 Dec 2024 11:10 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
উন্নত স্বাাস্থ্যসেবা দিতে আমরা বদ্ধ পরিকর এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ইসলামী হাসাপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই শুক্রবার সকালে উপজেলার হাসপাতালরোডস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান এর সভাপতিত্বে ইসলামী হাসাপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগষ্টিক সেন্টার রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার হয়রানী ছাড়া গুরুত্ত দিয়ে সেবা প্রদানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার বগুড়া শাখার পরিচালক সেলিম রেজা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রেহেনা খাতুন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, গাড়ীদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান, শেরপুর উপজেলা ক্লীনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সভাপতি মোস্তাফিজার রহমান নিলু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ শেরপুর ইসলামী হাসাপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর নির্বাহী পরিচালকের মধ্যে পরিচালক সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, মোস্তফা মুকুল, এমডি শাহীন আলম, ডিএমডি সাব্বির শাহ রিয়াদ শুভ, ডিরেক্টর এন্ড মেডিসিন আব্দুল হালিম, ডিরেক্টর এন্ড ম্যানেজার আবুযর, ডিরেক্টর এন্ড ওটি মনিরুজ্জামান, মার্কেটিং শামিম আহমেম্দ, ডিরেক্টর আনোয়ার হোসেন, নাইমুর রহমান, আলহাজ¦ আব্দুল লতিফ, আব্দুল মান্নান, আব্দুল্লাহ বাকী, রবিউল ইসলাম, আব্দুর রউফ, শাকিল আহমেম্দ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা পুর্ববর্তী ফিতা কেটে ইসলামী হাসাপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।সব শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।