শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩
27 Jan 2025 10:10 am
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের অবসরের ঘোষণা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তার এই আকস্মিক ঘোষণার পেছনে অনেকে জাতীয় দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হোসেন পাপনের দায় দেখছেন।
তবে তামিমের অবসর নেওয়ার পেছনে নিজের দায় দেখছেন না বিসিবি সভাপতি। বৃহস্পতিবার দিবাগত রাতে বিসিবির জরুরি সভার পর আয়োজিত সংবাদ সম্মেলনে পাপন বলেন, তামিমের অবসরের পেছনে তার দায় থাকার প্রশ্নই ওঠে না।
পাপন বলেন, তামিম আজকে মিডিয়াতে বলেছে সে অবসর নিছে। এটা আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত। ওর সঙ্গে আমার রেগুলার যোগাযোগ হয়। বিশেষ করে, কোনো সিরিজ চলার আগে অধিনায়কের সঙ্গে তো হবেই। যেহেতু সে ওয়ানডে অধিনায়ক, তিন দিন আগেও ওর সঙ্গে আমার কথা হয়েছে। ও যে একাদশ বলেছে, প্রথম ম্যাচে সেটিই খেলেছে। ফলে আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে, এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে।
বিসিবি সভাপতি বলেন, এমনকি পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্তও খেলার কথা বলেছিলেন তামিম। এটা (অবসর) নিয়ে ওর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার কথা হয়েছে। ও বলেছিল, নেক্সট চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলতে চায়।
বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি, তামিমই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।