সোমবার, ০৩ জুলাই, ২০২৩
27 Nov 2024 04:03 am
ইয়ামিন হোসেন:- নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম গত কয়েকদিন আগ থেকেই চড়াও যাচ্ছে। বাজারে গেলেই টাকার সাথে পণ্যর সাথে মিলাতে পারে না ক্রেতারা। বিশেষ করে ৫০ টাকা কেজির কাঁচামরিচ এখন ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ৮০ টাকার ধনিয়াপাতা এখন ৪০০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া গাজর ১৬০, শষা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ছোট বড় মাছের দাম ও চড়াও ছোট চিংড়ি ১ হাজার, বাইলা মাছ ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগী বিক্রি হচ্ছে ২৪০ টাকা। দধি টালি ৩০০ টাকা। সব মিলিয়ে বাজারে গেলেই নাভিশ্বাস হয়ে উঠে ক্রেতাদের।
আজ ২জুলাই সকালে ভোলা সদরের পৌরসভাস্থ কিচেন মার্কেটে গিয়ে দেখা যায় এ দৃশ্য।
সাধারণ ক্রেতারা তো পৌঁছতেই পারে না ইলিশ মাছের কাছে, মরিচের মতই জাল ইলিশেও।
হঠাৎ কেনো বাজারের এ অবস্থা, তার সঠিক উত্তর দিতে পারে না বিক্রেতারা।
দাম বেড়েছে এটা শুনেই তারাও বৃদ্ধি করে দিয়েছে বলে ধারণা ক্রেতাদের।
বাপ্তার রিক্সাচালক ফয়েজউদ্দিন বলেন, নতুন জামাই আসছে বাড়ীতে তাই ২ হাজার টাকা নিয়ে কাঁচাবাজার করতে এসেছি কিন্তু বাজারে সাথে টাকার কোন মিল পাই না। ৫টাকার ব্যাগ না ভরতেই টাকা শেষ।
ইলিশার কবির ফরাজী বলেন, বাজারের সঠিক মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম বৃদ্ধি করে দিয়েছে।
নিয়মিত বাজার মনিটরিং করার দাবী জানিয়েছে সচেতন মহল।