শনিবার, ০১ জুলাই, ২০২৩
25 Nov 2024 04:32 am
তাসকিন বলেন, 'ইনশাআল্লাহ ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে ব্যাক ইন বিজনেস। আশা করছি, সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব ইনশাল্লাহ।'
টেস্টে আফগানদের রেকর্ড ব্যবধানে রুখে দিলেও সাদা বলের চ্যালেঞ্জ জানাতে পারে আফগানিস্তান। রঙিন পোশাকে দলটি বরাবরই ভারসাম্যপূর্ণ। এরমধ্যে দলে ফিরেছেন টেস্ট দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার রশিদ খান।
এছাড়া মোহম্মদ নবি, মুজিব উর রহমান, ইবারাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান ও ফজলহক ফারুকীর মতো ক্রিকেটার আছেন, যারা নিজেদের দিনে পার্থক্য গড়ে দিতে পারে। আফগানদের সমীহ করেই তাসকিনের ভাষ্য, ক্রিকেটে সব দলই চ্যালেঞ্জিং। তাই সে চ্যালেঞ্জ নিয়ে মাঠে সেরাটা দিতে চায় বাংলাদেশ। এমনটাই ভাষ্য টাইগার পেসারের।
তাসকিন আরো বলেন, ‘সব টিমই বর্তমানে চ্যালেঞ্জিং। ওরা (আফগানিস্তান) ও। আল্টিমেটলি সবার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত, আশা করি ভালো কিছু হবে।’