শনিবার, ০১ জুলাই, ২০২৩
21 Jul 2025 10:40 pm
![]() |
শনিবার জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদের সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা করিনি। উন্নয়ন নিয়ে কথা হয়েছে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি। আশা করি এ বিষয়ে তারা আর কোনো কথা বলবে না।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত ও তাদের মিত্ররা জনগণের কাছে আস্থা না পেয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে নালিশ করে। এ কারণে বিদেশিরা আমাদের দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলে। তবে সরকার এরই মধ্যে জনগণের আস্থা অর্জন ও সুষ্ঠু নির্বাচনের প্রমাণ দিয়েছে। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিরা আর কোনো কথা বলবে না।
ড. এ কে মোমেন বলেন, জনগণ সরকারের সঙ্গে আছে। দেশের উন্নতি হলে জনগণেরই লাভ। এ কারণে যারা দেশ ধ্বংস করতে চায়, জনগণ তাদের বর্জন করেছে। সুতরাং বিদেশিদের দুয়ারে গিয়ে নালিশ করলে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ জনগণের দল। জনগণ যতদিন চাইবে, ততদিন আমরা তাদের সেবা করে যাবো।