বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
21 Aug 2025 06:02 pm
![]() |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন আজ সত্যি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার উল্টা রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয় ঢাকার ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব।
অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সুন্দরভাবে চলাফেরা করছে। ২০০৮ সালের তুলনায় এখন তিনগুণ বেশি দুর্গাপূজা উদযাপিত হয়। এটাই প্রমাণ করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ কতটা এগিয়ে গেছে।
বুধবার বিকেলে হাজারো মানুষের সমাগমে শ্রী শ্রী যশোমাধবের রথ টেনে মাসির বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে যান ভক্তরা।
এক কিলোমিটারের এই পথে হিন্দু ধর্মাবলম্বীরা চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। আষাঢ় দ্বিতীয়ার তিথিতে গত ২০ জুন বাবার বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়ার মধ্যে দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা ও রথমেলা শুরু হয়। ৮ দিন মাসির বাড়িতে অবস্থানের পর উল্টা রথের মধ্য দিয়ে বুধবার শেষ হলো আনুষ্ঠানিকতার। তবে এক মাসব্যাপী চলবে রথের মেলা।
প্রসঙ্গত, ধামরাইয়ের রথযাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম।
ডেইলি-বাংলাদেশ