বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
25 Nov 2024 04:29 am
৭১ভিশন ডেস্ক:- অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি ছিল ঘটনাবহুল। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে ১০০ টেস্ট খেলার নজির গড়েছেন অজি স্পিনার নাথায়ন লায়ন। একই দিন আবার যুক্তরাজ্যের পরিবেশবাদীদের সংগঠন জাস্ট স্টপ অয়েলের দুই সদস্য মাঠে ঢুকে কিছুক্ষণ খেলা বন্ধের কারণও হয়েছেন। এমন দিনটিতে ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে অজিরা প্রথম দিন শেষ করেছে।
শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ড সেভাবে দাপট দেখাতে পারেনি। অজিরা ওপেনিং জুটিতেই যোগ করেছে ৭৩। খাজা ১৭ রানে ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। ৬৬ রান করা এই ব্যাটার দলীয় ৯৬ রানে আউট হলে পতন হয় দ্বিতীয় উইকেটের। তার পর মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের ব্যাটে আসে প্রতিরোধ। তাদের জুটিতে ১০২ রান যোগ হয়েছে। লাবুশেন ৪৭ রান করে ফিরলে ভাঙে দারুণ এই জুটি। তার পর সবচেয়ে বড় প্রতিরোধ আসে স্মিথ-ট্রাভিস হেডের ব্যাটে। দু’জনে মিলে ১১৮ রান যোগ করেছেন। রুটের আঘাতে ফিরেছেন হেড ( ৭৭) । রুট একই ওভারে ক্যামেরন গ্রিনকেও সাজঘরে ফেরালে ইংলিশরা চাপ সৃষ্টি করতে পেরেছিল। কিন্তু স্মিথ প্রান্ত আগলে পরে আর কোনও বিপদ হতে দেননি। দলকে বড় স্কোরের পথে এগিয়ে নিচ্ছেন। স্মিথ অপরাজিত ৮৫ রানে। একই দিন আবার টেস্টে ৯ হাজারি ক্লাবের সদস্যও হয়েছেন তিনি। সঙ্গে ১১ রানে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারি।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জশ টাং ও জো রুট। একটি নিয়েছেন ওলি রবিনসন।