বুধবার, ২৮ জুন, ২০২৩
30 Jul 2025 10:26 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- আবারও মা হতে যাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেই জানালেন সুখবর। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুত্র সন্তান জন্ম দেন ভারতীয় এই নায়িকা। তিন বছর পার হতেই আবারও দিলেন সুখবর।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী৷ তারপর করোনা পরিস্থিতির সময়ে প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি৷ তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই আন্দাজ করেননি।
দ্বিতীয়বার মা হতে যাওয়ায় খুশি পরিচালক রাজ চক্রবর্তী। ছেলেকে ঘিরেই তাদের পৃথিবী, এ কথা বার বার বলে এসেছেন তারা। এ বার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণাও নায়িকা করলেন অন্য ভাবে৷
শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাদের তিন বছরের ছেলে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাদের হাত৷ ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা ‘বড় দাদা’। এমন ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘ইউভান এ বার বড় দাদায় উত্তীর্ণ হল।’