মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
23 Nov 2024 06:10 pm
আত্মোৎসর্গ ও ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা'র প্রকৃত শিক্ষাকে রাষ্ট্রীয়, সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনে প্রতিফলন ঘটিয়ে উন্নত, কল্যাণমুখী,দেশ ও সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন পল্লীবন্ধু এরশাদ ও পল্লীমাতা রওশন এরশাদ পুত্র, 'রাহগির আল মাহি সাদ এরশাদ -এমপি'।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুসলিম উম্মাহ তথা দেশবাসীসহ রংপুর এর সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এ-কথা বলেন।
শুভেচ্ছা বাণীতে সাদ এরশাদ এমপি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি একনিষ্ঠ আনুগত্য, তাঁর প্রকৃত সন্তুষ্টি ও মানব কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। মূলত এই আনন্দ ত্যাগের, ভোগের নয়। পবিত্র ঈদুল আযহা আমাদেরকে এই শিক্ষা দেয় যে, প্রকৃত সুখ আর আনন্দের উৎস প্রাচুর্যে বা সম্পদে নয় বরং ত্যাগ ও কুরবানির মধ্যেই রয়েছে অনাবিল সুখ, শান্তি ও প্রকৃত সমৃদ্ধি। তাই কুরবানির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে মানবতার কল্যাণের জন্য দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পবিত্র জিলহজ্ব মাস এক মহামহিমান্বিত ও বরকতপূর্ণ মাস। এ মাসেই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনার্থে স্বীয় ছেলে হযরত ঈসমাইলকে (আ.) কুরবানি করতে প্রয়াসী হয়েছিলেন। যা সৃষ্টির আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অনন্য সাধারণ ও নজীরবিহীন ঘটনা হয়েই থাকবে পৃথিবীর বুকে।হযরত ইব্রাহীমের (আ.) আদর্শ অনুসরণেই মুসলিম উম্মাহ এই দিনটিকে পবিত্র ঈদুল আযহা হিসেবে পালন করে আসছে। তিনি মহিমান্বিত এই মাসে প্রিয় পুত্র ঈসমাঈলকে (আ.) কুরবানি করতে মহান আল্লাহর নির্দেশ পালনার্থে ত্যাগের যে, দৃষ্টান্ত স্হাপন করে গিয়ে ছিলেন তা শত-সহস্র বছর পরেও মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত তা অব্যাহত থাকবে।
সাংসদ সাদ এরশাদ বলেন, জাগতিক লোভ-লালসা ও কামনা-বাসনার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে পশু প্রবৃত্তির উপর বিজয় অর্জনই ঈদুল আযহা'র প্রকৃত সৌন্দর্য। অন্যায়-অসত্য, অনাচার-পাপাচার, হিংসা এবং বিদ্বেষ, জুলুম-নির্যাতন, বিভেদ-বিসংবাদ বন্ধ করে সমাজ, রাষ্ট্র এবং পার্টিতে সার্বিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতির প্রকৃত কল্যাণ সাধন করাই পবিত্র ঈদুল আযহা'র উদ্দেশ্য। এ উদ্দেশ্য যখন সাধিত হয়, তখনই আমাদের জন্য ঈদ আনন্দ ঘন,স্বার্থক ও অর্থবহ হয়ে ওঠে।
সাদ এরশাদ এমপি, দেশ ও জাতি তথা নিজ নিজ এলাকার মানুষের সকল দুর্যোগকালীন মুহূর্তে সরাসরি উপস্থিত থেকে সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের সাহায্য করার আহবান জানিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পল্লীবন্ধু এরশাদের গড়া জাতীয় পার্টিকে জনগণের পার্টি হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের সোনালী দিনের কথা। তাহলেই আবার ঘুরে দাঁড়াবে এদেশের গণমানুষের প্রিয় রাজনৈতিক দল জাতীয় পার্টি।
সাদ এরশাদ এমপি, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ' ঈদ মোবারক"।