সোমবার, ২৬ জুন, ২০২৩
22 Nov 2024 02:18 pm
৭১ভিশন ডেস্ক:- উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল দিয়ে কোরবানি করা জায়েজ। অন্য পশু দিয়ে কোরবানি করা যাবে না। এ ছাড়া বয়সের দিক দিয়ে ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে, গরু-মহিষ দুই বছর পূর্ণ হতে হবে, উট পাঁচ বছর পূর্ণ হতে হবে। (হিদায়া, খ-৪, পৃ. ১০৩)
কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত। চলুন জেনে নিই পশুর মধ্যে যে ত্রুটি থাকলে কোরবানি দেয়া যাবে না–
১। দৃষ্টিশক্তি না থাকা।
২। শ্রবণশক্তি না থাকা।
৩। অত্যন্ত দুর্বল, জীর্ণশীর্ণ হওয়া।
৪। এই পরিমাণ খোঁড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না।
৫। লেজের বেশির ভাগ কাটা।
৬। জন্মগতভাবে কান না থাকা।
৭। কানের বেশির ভাগ কাটা।
৮। গোড়াসহ শিং উপড়ে যাওয়া।
৯। মস্তিস্ক ঠিক না থাকায় ঘাস-পানি ঠিকমতো খেতে না পারা।
১০। বেশির ভাগ দাঁত না থাকা।
১১। রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া।
১২। ছাগলের দুটি দুধের যেকোনো একটি কাটা।
১৩। গরু বা মহিষের চারটি দুধের যেকোনো দুটি কাটা।
মূলত কোরবানির পশু হতে হবে সব ধরনের ত্রুটিমুক্ত। হাদিসে এসেছে, ‘চার ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট ও আহত, যার শরীরের কোনো অঙ্গ ভেঙে গেছে।’ (ইবনে মাজাহ, হাদিস: ৩১৪৪)