রবিবার, ২৫ জুন, ২০২৩
25 Nov 2024 03:47 am
মর্যাদাপূর্ণ অ্যাশেজে ডাবল সেঞ্চুরি হাকিয়ে ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক বনে যান বিউমন্ট। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল বেটি স্নোবলের। ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন তিনি।
শুক্রবার ট্রেন্ট ব্রিজে ম্যাচের দ্বিতীয়দিনে শতক পূর্ণ করেন ট্যামি। তৃতীয় দিনে ৩১৭ বলে ইংল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্পর্শ করেন দ্বিশতক। ২০৮ রানে অ্যাশলে গার্ডনারের বলে আউট হয়ে ফেরেন সাজঘরে এই ব্যাটার।
ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে শতকের মাইলফলকও স্পর্শ করেছেন বিউমন্ট। এর আগে ইংলিশ ক্যাপ্টেন হিদার নাইট কেবল মাইলফলকটি স্পর্শ করেন।
বিউমন্টের রেকর্ডের দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের দেয়া ৪৭৩ রানের চ্যালেঞ্জে ইংলিশরা অলআউট হয়েছে ৪৬৩ রানে। ১০ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮২ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।