শুক্রবার, ২৩ জুন, ২০২৩
21 Aug 2025 10:27 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আগ্রহ এখন শীর্ষে। রিয়ালের নামটাই আসবে সবার আগে। তবে তার পিএসজি সতীর্থ লিওনেল মেসি অবশ্য বার্সেলোনায় যাওয়ার পরামর্শ দিয়েছেন এমবাপ্পেকে। কিন্তু এমবাপ্পে যদি বার্সায় না গিয়ে রিয়ালে যেতে চান সেটাতেও আপত্তি নেই মেসির। তার মতে, এমবাপ্পের এখন একটা চ্যাম্পিয়ন ক্লাব দরকার।
এমবাপ্পে সম্পর্কে মেসির এসব মন্তব্যের ব্যাপারে জানিয়েছে স্প্যানিশ দৈনিক ডিফেন্সা সেন্ট্রাল। তাদের প্রতিবেদন অনুযায়ী মেসি এমবাপ্পেকে বলেছেন, 'আমি চাই তুমি বার্সায় যাও। যদি রিয়াল মাদ্রিদেও যেতে চাও, তবে চলে যাও। তোমার একটা চ্যাম্পিয়ন প্রজেক্ট দরকার।'
পিএসজিতে মেসির পথচলায় এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের বৈরিতা নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে। তবে মাঠের ফুটবলে ঠিকই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই দুই তারকা। সম্প্রতি লিগ ওয়ানের সেরা খেলোয়াড় হয়ে মেসিকে ধন্যবাদও জানিয়েছেন এমবাপ্পে। আর তরুণ এমবাপ্পের সম্পর্কে সবসময়ই ইতিবাচক মন্তব্য করে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।