বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
24 Nov 2024 08:23 am
৭১ভিশন ডেস্ক:- আজ রাত ১টার মধ্যে ধেয়ে আসছে ঝড়। ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাবে এটি। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরো বলা হয়, এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।