মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
25 Nov 2024 04:12 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৩০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষানীরা পেলেন বিনামূল্যে বীজ ও সার। গতকাল মঙ্গলবার ( ১৩ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্ব) ) মুনিরা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রাণি সম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কৃষি অফিসের এসএপিপিও সাইফুল ইসলাম, কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন প্রমুখ। উল্লেখ্য : উপজেলায় খরিফ-২/২০২৩-২০২৪ প্রাণোদনার কর্মসূচীর আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি অনুমোদিত ৭৩০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষানীদের মাঝে জনপ্রতি উচ্চ ফলনশীল ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।