বুধবার, ০৭ জুন, ২০২৩
24 Nov 2024 03:49 am
রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার (৬ জুন) এসব তথ্য জানিয়েছেন। তিনি কেবল ইউক্রেনের ক্ষয়ক্ষতি নয়, রাশিয়ার ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন।
শোইগু বলেছেন, তিন দিনের যুদ্ধে, ইউক্রেনীয় বাহিনী রণক্ষেত্রের বিভিন্ন অংশে দীর্ঘ প্রতিশ্রুত পাল্টা আক্রমণ শুরু করে এবং সে কারণে প্রচুর পরিমাণে সেনা এবং সামরিক উপাদানও সমবেত করা হয় রণক্ষেত্রে।’
সের্গেই শোইগু বলেন, ৪ জুন থেকে শুরু হওয়া লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী ৩ হাজার ৭১৫ জন সেনা, ৫২ ট্যাংক, ২০৭ সাঁজোয়া যান, ১৩৪টি গাড়ি, ৫টি বিমান, দুটি হেলিকপ্টার, ৪৮টি ফিল্ড আর্টিলারি ইউনিট এবং ৫৩টি ড্রোন হারিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিপক্ষের অগ্রসর হওয়ার প্রচেষ্টাকে প্রতিহত করার সময়, রাশিয়ার সামরিক বাহিনীর ৭১ জন সেনা হারিয়েছে। আহত হয়েছেন আরও ২১০ জন। এ ছাড়া, ১৫টি ট্যাংক, ৯টি সাঁজোয়া যান, দুটি গাড়ি এবং ৯টি ফিল্ড আর্টিলারি ইউনিট ধ্বংস হয়েছে।’
শোইগু জানান, সোমবার (৫ জুন) সবচেয়ে ভারী লড়াই হয়েছে উভয়পক্ষের মধ্যে। এদিন ইউক্রেনীয় পাঁচটি ব্রিগেড রণক্ষেত্রের সাতটি পয়েন্টে আক্রমণ করেছিল। এই সংঘর্ষে ইউক্রেনীয়রা ১ হাজার ৬০০ সেনা হারিয়েছে। ১৩৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।