বুধবার, ৩১ মে, ২০২৩
27 Nov 2024 11:23 pm
৭১ভিশন ডেস্ক:- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছেড়ে যাচ্ছেন অনেক সিনিয়র নেতা। এ বিষয়ে দলটির চেয়ারম্যান ইমরান খান তার দলের জনপ্রিয়তার প্রতি আস্থা প্রকাশ করে জানিয়েছেন, তার আর ‘নির্বাচনযোগ্যদের’ প্রয়োজন নেই। খবর জিও নিউজের।
ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি, আমির কিয়ানি, মেমুদ মৌলভি, সাইফুল্লাহ নিয়াজি, আলী জাইদি এবং ইমরান ইসমাইলসহ বেশ কয়েকজন সিনিয়র পিটিআই নেতাদের দলত্যাগ এবং ৯ মে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিন্দা জানিয়েছেন।
বুধবার গণমাধ্যম ইনডিপেনডেন্ট উর্দুকে দেওয়া এক সাক্ষাতকারে সাবেক এই প্রধানমন্ত্রী গর্ব করে বলেছেন, দেশে পিটিআইয়ের বৃহত্তম ভোট ব্যাংক রয়েছে।
ইমরান খান বলেন, যদি আপনাদের এতই বেশি ভোট থাকে, তাহলে কে দল ছেড়ে যাচ্ছে এবং যোগ দিচ্ছে তাতে কিছু যায় আসে না।
পিটিআই প্রধান অবশ্য দাবি করেছেন, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) ভোট ব্যাংক কমে গেছে। নির্বাচনে পিটিআই জয়ী হবে।
অন্য দলের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা হচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আলোচনা চলছে কিন্তু অন্যপক্ষ থেকে কোনো মতামত আসেনি। তিনি আরও বলেন, যারা সমাধান চান, আলোচনা করুন। সমাধান হলো নির্বাচন এবং তারা এটা চায় না এবং এ থেকে পালিয়ে বেড়াচ্ছেন।
পাকিস্তানের অর্থনীতির ক্রমাবনতির জন্য সরকারের নিন্দা জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, দেশ খেলাপির দিকে যাচ্ছে এবং সর্বোচ্চ মুদ্রাস্ফীতি একটি ইতিহাস।