বুধবার, ৩১ মে, ২০২৩
24 Nov 2024 04:42 am
৭১ভিশন ডেস্ক:- পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ডের (পিএফএলপি-জিসি) দাবি, সিরিয়া সীমান্তের কাছে পূর্ব লেবাননে বিস্ফোরণে সংগঠনের পাঁচজন সদস্য নিহত হওয়ার পেছনে ইসরাইল দায়ী। তবে ইসরাইল বিষয়টি অস্বীকার করেছে। খবর আলজাজিরার।
পিএফএলপি-জিসির শীর্ষ কর্মকর্তা আনোয়ার রাজা জানান, বুধবার লেবাননের কুসায়া শহরে তাদের স্থাপনায় বুধবার আঘাত হানে ইসরাইল। এতে ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
লেবানিজ ও ফিলিস্তিনি সোর্স থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। পুরোনো একটি রকেট অস্ত্রাগারে নেওয়ার সময় কিংবা মাইনগুলো সরানোর সময় বিস্ফোরণ ঘটে।
লেবানন-ভিত্তিক আরেকজন পিএফএলপি-জিসি কর্মকর্তা আবু ওয়ায়েল ইসাম জানান, তার দল ‘উপযুক্ত সময়ে’ প্রতিশোধ নেবে। ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে বাড়তে থাকা যুদ্ধ থেকে তার দলকে কোনোভাবেই বিরত রাখা যাবে না।