শুক্রবার, ২৬ মে, ২০২৩
24 Nov 2024 09:05 pm
৭১ভিশন ডেস্ক:- জুনে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। ডান হাতের আঙ্গুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। আর তাই এই সিরিজে দলকে নেতৃত্ব দিবে কে, তা নিয়ে চলছে আলোচনা। আফগানিস্তানের বিপক্ষে কে অধিনায়ক হবে তা নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার (২৬ মে) গণমাধ্যমকে পাপন বলেন, ‘সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কিভাবে বলব।’
আর আফগানিস্তান সিরিজেই বিশ্বকাপের ধারণা পাওয়া যাবে বলে মনে করেন বিসিবি প্রধান। তিনি আরও বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। বুঝব যে আচ্ছা ঠিক আছে, একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায় তাহলে ভিন্ন কথা। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’