মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
24 Nov 2024 06:11 pm
রোববার (২১ মে) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে আবারো বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলের তারকা ভিনিসিউস জুনিয়রন। এমন বর্ণবাদের শিকারের পর অবশ্য অনেককেই পাশে পেয়েছেন ভিনি। তবে এবার ভিনিসিউসের পাশে দাঁড়ালেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
বর্তমানে লুলা রয়েছেন জাপানের হিরোশিমায়। সেখানে জি-৭-এ তার বক্তব্য দেয়ার আগে ভিনিসিউসরে সঙ্গে হওয়া বর্ণবাদের ব্যাপারে কথা বলেন। ভিনিসিউসকে রক্ষা করতে ও বর্ণবাদী আক্রমণ বন্ধ করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান ব্রাজিলের রাষ্ট্রপ্রধান। লুলা দা সিল্ভা বলেন, ‘আমার মনে হয়, ফিফা, স্প্যানিশ লিগ ও অন্য দেশগুলোর লিগ কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত। ফুটবল স্টেডিয়ামে ফ্যাসিবাদ ও বর্ণবাদকে আমরা আধিপত্য বিস্তার করতে দিতে পারি না।’
চলতি মৌসুমেই পাঁচবার বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র। ধৈর্য হারানো ভিনিসিউস একের পর এক ঘটনায় তাকে সুরক্ষা দিতে না পারায় দায় দেখছেন লা লিগা কর্তৃপক্ষের। গতকাল মেস্তায়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের হারের ম্যাচে ভিনিকে উদ্দেশ্য করে ভ্যালেন্সিয়ার এক সমর্থক আপত্তিকর কিছু বলেন। জবাবে সেই সমর্থকের দিকে তেড়ে যান রিয়ালের উইঙ্গার। আর ম্যাচের শেষের দিকে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ক্যারিয়ারে প্রথমবার সরাসরি লাল কার্ড পান।