নারায়ণগঞ্জের বন্দর থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবাসহ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত তৃতীয় লিঙ্গের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২২ মে) দুপুরে র্যাব-১১-এর সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রোববার রাতে উপজেলার মদনপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের মূল হোতাসহ সবাই তৃতীয় লিঙ্গের। তারা বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানা দিয়ে নিষিদ্ধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরে এসব মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।