মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
21 Jul 2025 02:31 pm
![]() |
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নৌকায় ভোট দেওয়া মানেই দেশের উন্নয়ন, সেই উন্নয়নের সুফলভোগী সবাই।
সোমবার (২২ মে) মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নিত করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে মুজিবনগরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রধানমন্ত্রী মুজিবনগরবাসীকে দু’হাত ভরে দিচ্ছেন। যারা নৌকায় ভোট দেয়নি তারা এখন আফসোস করে। স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, পাকা রাস্তা, হাতে হাতে মোবাইল ফোন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এমন কোনো বিষয় নেই যেখানে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগেনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে আবারও কমিউনিটি ক্লিনিক চালু করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে।
ফরহাদ হোসেন আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জামায়াত-বিএনপি জোট সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। সে সময় আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী-এমপিকে হত্যা করা হয়েছিল। হত্যা করতে চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেন আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের সাধারণ জনগণ। আজ সেই শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে চলছে। তবে থেমে নেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র।