শনিবার, ২০ মে, ২০২৩
23 Nov 2024 08:47 am
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্ট এ ভবিষ্যদ্বাণী করেছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে শিগগিরই স্বর্ণের মূল্য বৃদ্ধি পাবে। দ্রুতগতিতে তা সর্বকালের সর্বোচ্চ হবে।
সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, মে মাসে এখন পর্যন্ত নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে ২ শতাংশ। যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বৃদ্ধি নিয়ে ইতিবাচক আভাস পাওয়ায় এ নিম্নগামিতা দেখা দিয়েছে।
তবে সবমিলিয়ে ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশেরও বেশি। ইউবিএস মনে করছে, মূল্যবান ধাতুটির দাম সর্বকালের সর্বোচ্চে পৌঁছবে। নেপথ্যে রয়েছে ৩ কারণ-
১. কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা বৃদ্ধি
ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হায়েফেলে বলেন, ২০২২ সালে স্বর্ণের নিট ক্রেতা ছিল কেন্দ্রীয় ব্যাংকগুলো। এ নিয়ে টানা ১৩ বছর দামি ধাতুটির মূল গ্রাহক তারা। সেগুলোর চাহিদা শিগগিরই কমার সম্ভাবনা নেই।
তিনি বলেন, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্যমতে; এ বছরের প্রথম প্রান্তিকে ৭০০ টন স্বর্ণ কিনেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। ২০১০ সালের পর যা রেকর্ড। ওই বছর তা ৫০০ টন কিনেছিল তারা।
২. ডলারের মান হ্রাস
গত ১ বছরে প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচকের পতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। এতে স্বর্ণের উজ্জ্বলতা আরও বেড়েছে।
হায়েফেলে বলেন, বিগত ১৪ মাসে ৫০০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে ইউএস ফেড। শিগগির সেখান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে তারা। তাতে ডলার দুর্বল হয়েছে। সেটা পরিষ্কারও বটে।
৩. মন্দার ঝুঁকি
ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত উপাত্তে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্থর হয়েছে। চলমান বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি প্রত্যাশার চেয়ে কমেছে।
তিনি বলেন, শুধু তাই নয়; বিশ্বের বৃহত্তম অর্থনীতির শিল্প-কারখানায় টানা ৬ মাস উৎপাদন হ্রাস পেয়েছে। কারণ, ভোক্তা চাহিদা কম রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে স্বর্ণের দর উঠেছিল ২০৭২ ডলার ৪৯ সেন্টে। এখন পর্যন্ত বিশ্ব ইতিহাসে তা সবচেয়ে বেশি দাম। চলতি মাসের প্রথম সপ্তাহে আউন্সপ্রতি মূল্য উঠেছিল ২০৭২ ডলার ১৯ সেন্টে। সেসময় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল দুঃসময়ের বন্ধু ধাতুটি।