বুধবার, ১৭ মে, ২০২৩
03 Aug 2025 04:46 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- পলাশবাড়ীতে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লগ প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ এর কম্বাইন হার্ভেস্টারের দিয়ে বোরো ধান কর্তন শুরু হয়েছে।
১৭ মে বুধবার দুপুরে পলাশবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গড়েয়া গ্রামে কম্বাইন হার্ভেস্টার দিয়ে বোরো ধান কর্তন এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদ সদস্য গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্যাপুর ) এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি মহব্বতজান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান পাপুল সহ অন্যান্য কৃষকরা।