বুধবার, ১৭ মে, ২০২৩
25 Nov 2024 01:34 am
৭১ভিশন ডেস্ক:- আগামী ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ওমানে হবে জুনিয়র এশিয়া কাপ হকি। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চায়নিজ তাইপে। ১০ জাতির এই টুর্নামেন্ট সামনে রেখে মঙ্গলবার (১৬ মে) ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল।
প্রিন্স লাল সামন্তকে অধিনায়ক করে দলটি সাজানো হয়েছে। চূড়ান্ত দলের বাইরে আরো ৪ জন থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন কেবল গোলরক্ষক আশরাফুল হক সাদ।
ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে গত মার্চ মাস থেকে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। ৩৬ জনের প্রাথমিক দল নিয়ে শুরু হয় এই অনুশীলন কার্যক্রম। পরে সেখান থেকে দলটি ২৩ জনে নামিয়ে আনা হয়। উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে সেই দল নিয়ে গত মাসের ২৭ তারিখ ভারতের হরিয়ানার উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ যুব হকি দল। ভারতের হরিয়ানাতে প্রায় ২০ দিনের অনুশীলন ছাড়াও সেখানকার স্থানীয় দলের বিপক্ষে ১০টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে মামুন উর রশিদের শিষ্যরা।
ভারতে থাকা বাংলাদেশের জুনিয়র হকি দলটি আগামী ১৮ মে ভারত থেকেই ওমানের বিমানে চড়বে- এমন তথ্য জানিয়েছেন দলটির টিম লিডার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক হকি খেলোয়াড় মাহাবুবুল এহছান রানা। তবে ২৩ জনের দল থেকে বাকি পাঁচজন খেলোয়াড় বাংলাদেশে চলে আসবেন।
জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ দল :
প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), নূরুজ্জামান নয়ন, মোহাম্মদ সাইজুদ্দিন, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, আমান শরীফ, রামিম হোসেন, আবেদ উদ্দিন, রাহিদ হাসান জীবন, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু, মো. আব্দুল্লাহ, রাকিবুল হাসান, ওবায়দুল হক জয়, শহিদুল হক সৈকত, তাসিন আলী, সাবেদুর রহমান মিঠু, জাহিদ হোসেন।
স্ট্যান্ডবাই : মেহেদী হাসান মুন্না, দেবাশিষ কুমার রায়, আসাদুজ্জামান চাঁদ, মো. আলামিন।