মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
25 Nov 2024 04:39 pm
এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
যেসব জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা বেশি সেগুলোর নামও ফেসবুক পোস্টে জানান তিনি। জেলাগুলো হলো – চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলা বিশেষ করে বান্দরবন, রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম, শেরপুর ও নেত্রকোনা।
তিনি ফেসবুক পোস্টে লেখেন, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বিশেষ করে বান্দরবন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে যাচ্ছে রাত ১১ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
তিনি আরো লেখেন, রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আজ রাত ১১ টার পর থেকে রাত ২ টার মধ্যে।
এছাড়া, শেরপুর ও নেত্রকোনা জেলার উপর দিয়ে রাত ১ টা থেকে রাত ৩ টার মধ্যে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলেও জানান মোস্তফা কামাল পলাশ।