শনিবার, ১৩ মে, ২০২৩
24 Nov 2024 01:30 pm
৭১ভিশন ডেস্ক:- সূর্যকুমার যাদবের ব্যাটিং ঝড়ে মুম্বাই ইন্ডিয়ান্স বড় লক্ষ্য দেয় গুজরাট টাইটান্সকে। তারপর ১০৩ রানে ৮ উইকেট তুলে নিয়ে দারুণ বোলিংয়ে সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। প্রত্যাশিতভাবে জিতেছে তারা, কিন্তু রশিদ খান তাদের বুকে কাঁপন ধরান। আফগান তারকা বল হাতে জাদু দেখানোর পর তাণ্ডব চালান ব্যাট দিয়ে। বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়লেও রশিদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে লড়াই করে ২৭ রানে হারে গুজরাট।
আগে ব্যাটিংয়ে নেমে ইশান কিষাণ, রোহিত শর্মা ও বিষ্ণু বিনোদের ক্যামিও ইনিংস। রশিদের দুর্দান্ত বোলিংয়ে দুইশর নিচে থেমে যেতে লেগেছিল মুম্বাই। তাদের ভাগ্য ভালো ছিল। আর গুজরাটের দুর্ভাগ্য যে বল করতে হলো সূর্যকুমারকে।
মুম্বাইয়ের এই ব্যাটার একপ্রান্ত থেকে ঝড় তুললেন। শেষ বলে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন সূর্য। ৪৯ বলে ১১ চার ও ৬ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান। ১০৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
৫ উইকেটে ২১৮ রান করে মুম্বাই গুজরাটকে চাপে ফেলে। ইশান ২০ বলে ৩১, রোহিত ১৮ বলে ২৯ ও বিষ্ণু ২০ বলে ৩০ রানে ভালো অবদান রাখেন। রশিদ চার ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন।
লক্ষ্যে নেমে চতুর্থ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারায় গুজরাট। ৫৫ রানে নেই ৫ উইকেট। অসহায় আত্মসমর্পণ করতে বসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডেভিড মিলারের ২৬ বলে ৪১ রানের সৌজন্যে আর কোনও উইকেট না হারিয়ে ১০০ করে তারা।
কিন্তু ৩ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারিয়ে ফেলে গুজরাট। তবে দলকে লড়াইয়ে ফেরান রশিদ। তার ব্যাটিং তাণ্ডবে শেষ ৭ ওভারে আসে ৮৮ রান। ১৮তম ওভারে ২১ বলে ৩ চার ও ৬ ছয়ে ফিফটি হাঁকান তিনি। পরের ওভারে আরেকটি ছক্কা মেরে এই ফরম্যাটে আগের ৫৬ রান টপকে সর্বোচ্চ রান করেন আফগান ব্যাটার। শেষ ওভারেও তিন ছক্কা মারেন রশিদ। ৩২ বলে ৭৯ রান করেছে অপরাজিত ছিলেন তিনি, যার মধ্যে বাউন্ডারি থেকেই এসেছে ৭২ রান। ৩ চার ও ১০ ছয় হাঁকান এই ডানহাতি ব্যাটার। আলজারি জোসেফের সঙ্গে ৪০ বলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি।
৮ উইকেটে ১৯১ রানে থামে গুজরাট। মুম্বাইয়ের পক্ষে আকাশ মাধওয়াল সর্বোচ্চ ৩ উইকেট নেন। পিযুষ চাওলা ও কুমার কার্তিকেয়া দুটি করে উইকেট নেন।