শুক্রবার, ১২ মে, ২০২৩
24 Nov 2024 01:29 am
৭১ভিশন ডেস্ক:- অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। উঁচু ঢেউয়ে ফুঁসে উঠছে উপকূল। এ কারণে দেশের সব সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার রাতে ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দর এবং উপকূলীয় ১২টি জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মোংলা বন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, কক্সবাজার ও চট্টগ্রাম এলাকার দ্বীপগুলোতে ৮-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ