শুক্রবার, ১২ মে, ২০২৩
24 Nov 2024 11:49 pm
ইংল্যান্ডের চেমসফোর্ড স্টেডিয়ামে বৃষ্টি থেমেছে। কাভার সরানোর পর এখন চলছে মাঠ প্রস্তুতের কাজ। এদিকে, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে। বৃষ্টির কারণে কার্টেল ওভারে দুই ইনিংস থেকে ৫ ওভার কমিয়ে ৪৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাবে উভয় দল।
এদিকে মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা জানিয়েছেন, বৃষ্টির কারণে পুরো ৫০ ওভারে খেলা সম্ভব হচ্ছে না, খেলা হবে ৪৫ ওভারে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বোলিং করতে পারবে।
কার্টেল ওভারে ম্যাচ হওয়াতে পাওয়ারপ্লেতেও আসছে পরিবর্তন। প্রথম দশ ওভারের পাওয়ারপ্লে থেকে কমানো হয়েছে এক ওভার। এছাড়া সবোলিং পাওয়ার প্লে এবং ব্যাটিং পাওয়ারপ্লে থেকেও মোট এক ওভার কমানো হয়েছে।
এর আগে দুই দলের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে আইরিশদের। এখন তাদেরকে খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।