শুক্রবার, ১২ মে, ২০২৩
24 Nov 2024 11:59 pm
৭১ভিশন ডেস্ক:- আইপিএলে রেকর্ডময় এক ম্যাচের জন্ম দিয়েছে রাজস্থান রয়্যালস। একই দিনে দলটির দুই তারকা ইতিহাস গড়েছেন। শুরুতে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে কলকাতাকে ১৪৯ রানে বেঁধে ফেলেছেন চাহাল। তার পর ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরিটিও তুলে নিয়েছেন রাজস্থান ওপেনার জশ্বসী জয়সওয়াল। তার বারুদ ঠাসা ব্যাটিংয়ে ৪১ বল হাতে রেখে কলকাতাকে ৯ উইকেটে হারিয়েছে রাজস্থান। তাতে প্লে-অফে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে কলকাতা।
রাজস্থান ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে অবস্থান করছে। কলকাতা সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে।
১৫০ রানের লক্ষ্যটা রাজস্থানের জন্য খুব বেশি ছিল না। অন্তত জশ্বসী জয়সওয়ালের তাণ্ডবে এমনটাই মনে হয়েছে। আইপিএল ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন তিনি। তার অর্ধশতটি এসেছে ১৩ বলে। আগের রেকর্ডটি ছিল ১৪ বলে। যৌথভাবে তার মালিক ছিলেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্স।
৩০ রানে শুধু জস বাটলারের উইকেটটি নিতে পেরেছে কলকাতা। তার পর শুরু হয় জয়সওয়াল ও অধিনায়ক সাঞ্জু স্যামসনের আগ্রাসন। জয়সওয়াল শেষ পর্যন্ত ৪৭ বলে ১২ চার ও ৫ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থেকেছেন। বিস্ফোরক ব্যাটিং করা স্যামসনও অপরাজিত ছিলেন ৪৮ রানে। তার ২৯ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়। ৬৯ বলে তাদের অবিচ্ছিন্ন ১২১* রানের জুটিতেই ১৩.১ ওভারে জয় নিশ্চিত করেছে রাজস্থান।
শুরুতে রেকর্ড বুকে নাম তুলেছেন যুজবেন্দ্র চাহাল। কলকাতার বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়েই টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ ১৮৭ উইকেট নিয়ে চূড়ায় বসেছেন তিনি। তার লেগস্পিনের কারণেই কলকাতাকে ৮ উইকেটে ১৪৯ রানে থামানো গেছে। তবু টস হেরে ব্যাট করা কলকাতার ইনিংস সমৃদ্ধ করতে হাফসেঞ্চুরিয়ান ভেঙ্কটেশ আইয়ারের অবদান কম নয়। ৪২ বলে ২ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫৭ রান করেছেন তিনি। বাকিরা সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। রানের চাকা সমৃদ্ধ করতে থাকা এই ভেঙ্কটেশর উইকেট নিয়েছেন চাহাল। তাছাড়া নিতিশ রানা, রিংকু সিং ও শার্দুল ঠাকুরের উইকেট নিয়ে কলকাতার সর্বনাশ করেছেন তিনি-ই। চাহাল ছাড়া ১৫ রানে দুটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।