বুধবার, ১০ মে, ২০২৩
30 Nov 2024 10:38 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, হাফিজুর রহমান স্বপনের দো'দুবারে নির্বাচিত সাধারণ সম্পাদক ও ইটাইল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ।জনমানুষের বন্ধু, ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতি ও ছাত্র রাজনীতি থেকে সুনামের সাথে রাজনীতি করে স্থান করে নিয়েছেন জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের কমিটিতে।
তিনি সাইফুল, বেলাল পরিষদে ১৯৮৬-৮৭ সাল নান্দিনা কলেজ ছাত্র সংসদ এর ক্রীড়া সম্পাদক এর দায়িত্বে ছিলেন। র্দুসময়ে মানুষের পাশে থাকায় জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ইউনিয়নবাসী ও জামালপুরবাসীর গর্ব, অহংকার ও স্নেহের ব্যাক্তি।
সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সংগঠনের ভালো কাজ করায় এড, হাফিজুর রহমান স্বপনের উপর থেকে সাময়িক বহিষ্কার আদেশ জেলা কমিটি প্রত্যাহার করেছেন।
তাঁহার উপর থেকে দলীয় সিদ্ধান্তে সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে সাধুবাদ জানিয়েছেন ১৫টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী সহ সর্বস্তরেরজনগণ। তিনি তাঁর স্বপদ ফিরে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের আবারও উজ্জীবিত করে আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার জন্য বহিস্কার আদেশ প্রত্যাহার হওয়ার পর হতেই দলীয় নানা কাজে ছুটে চলছেন তৃণমূল নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে। দলীয় বহিষ্কার আদেশে সংবাদ শুনে সদর উপজেলা জুড়ে ওয়ার্ড ও গ্রামের নেতাকর্মীদের মধ্যে চলছে আনন্দ উৎসব ।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড, হাফিজুর রহমান স্বপনের সাথে কথা বললে তিনি এ প্রতিবেদক কে জানান, বর্তমানে শত ব্যাস্ততার মাঝে কাজ করে যাচ্ছেন দলের নানান ভঙ্গুর অবস্থাকে পূর্ণগঠনে, আরো শক্তিশালি করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন এবং তৃণমুলের নেতাকর্মীদের দলীয় কার্যক্রমে উৎসাহ উদ্দীপণা দিয়ে সদর উপজেলা আওয়ামী লীগকে জামালপুর জেলার শক্তিশালী সংগঠনে দাড় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিএনপি ও জামাত-শিবির অপশক্তি কে রুখে, আাগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে কোন প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ ব্যাপারে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে জানা যায়, তিনি ছাত্র রাজনীতি থেকে হাতে খড়ি। পরে তিনি আওয়ামী লীগের মূলস্রোত ধারায় প্রবেশ করে সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ লাভ করেন। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূণ পদ লাভ করে। বিএনপি ঘাঁটি নামে পরিচিত ইউনিয়নগুলিকে বিএনপি ঘাঁটিকে কাচের মত ভেঙে খানখান করতে সমথর্ন হয়েছেন এবং হবেন । এরপরও সংগঠনকে শক্তিশালী করার জন্য গ্রামে গ্রামে ঘুরে জনমানুষের ভালোবাসা অর্জন করতে সমথর্ন হয়েছেন। জনগণের ভালোবাসার ভোটে নির্বাচিত হন কয়েক বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ইটাইল ইউনিয়নের চেয়ারম্যান হয়ে তিনি ইউনিয়নের প্রাচীনতম জনপদের উন্নয়নের দিকে নজর দেন।ইটাইল ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেন। সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন গরীব হতদরিদ্র মাঝে। ইউনিয়নবাসী এড, হাফিজুর রহমান স্বপন উন্নয়নের কথা স্মরণ রেখে আবারও নির্বাচনে জনগণের বিপুল ভোটে নৌকা প্রতিকে চেয়ারম্যান নিবাচিত হন। তিনি তার দক্ষতা,মেধা ও পরিশ্রমে মাধ্যমে হতে পেয়েছেন জনগণের জনপ্রতিনিধি।
আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর মনযোগিয়ে হয়েছেন সাদা মনের মানুষটি রাজনীতি করে হয়েছেন জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এড, হাফিজুর রহমান স্বপন দলীয় গ্রহনযোগ্যতা, জনমানুষের ভালোবাসা, প্রতিভা দেখে কতিপয় লোক তাঁর অনিচ্ছুকৃত ভুলে জন্য ঈর্ষান্বিত হয়ে বিগত দিনে তাকে পরিকল্পিত ভাবে তার উপর হিংসাত্মক মনোভাব পোষণ করে। এরই বহিঃপ্রকাশ দল থেকে হয় সাময়িক বহিষ্কার হন।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ দলীয় নরুন্দী দলীয় এক সভায় শৃঙ্খলা ভঙ্গে কথা বলার দায়ে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করেন।
এজন্য প্রায় কয়েক মাস দলীয় কার্যক্রম থেকে দূরে থাকার পর ১০ মে /২০২৩ইং তারিখে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন চন্দের স্বাক্ষরিত চিঠিতে এড, হাফিজুর রহমান স্বপনের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। তার বহিস্কার আদেশে জামালপুরের জনগণ ও দলীয় নেতাকর্মী জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়েছেন।