বুধবার, ১০ মে, ২০২৩
30 Nov 2024 10:47 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের প্রবাসী শাহীন আলমের স্ত্রী শারমিন বেগম নগদ ৫ লক্ষ টাকাসহ ১০ ভরি স্বর্ণালংকার, মুল্যবান কাপড়, ব্যবহৃত তৈজষপত্রসহ ১৮ লক্ষ টাকা মূল্যমানের সম্পদ নিয়ে উধাও হয়েছে।
অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুর উপজেলার শালপা বাজার গ্রামের ছামসুল হক (৫৫) ও তার স্ত্রী শাহিনুর বেগম (৫০) যোগসাজসে আসামী শারমিন বেগম এমন ঘটনা ঘটায়।
মামলা সূত্রে জানা যায়, আসামী শারমিন বেগম দীর্ঘ ১ যুগ পূর্বে মুসলিম শরীয়তের বিধান মতে প্রবাসী শাহীন আলমের সাথে ঘর সংসার করে আসছে। শারমিন বেগমের স্বামী শাহীন আলম বিয়ের ২ বৎসর পরেই কর্মের তাগিদে সৌদি আরবে যান। শাহীন আলম বিদেশে যাবার পর হতে তার স্ত্রীর দেখাশুনার দায়িত্ব নেন মামলার বাদী বড় ভাই সাইফুল ইসলাম।
শারমিন বেগমের একাউন্টে তার স্বামী নিয়মিত টাকা পাঠায়। প্রায় ৫ থেকে ৬ মাস যাবৎ শারমিনের ঘরে অজ্ঞাতনামা দুইজন যুবক মোটরসাইকেল নিয়ে মাঝে-মধ্যে বেড়াতে আসতো। শাহীন আলমের স্ত্রী তাদেরকে আত্বীয়ের পরিচয় দিত। গত ২৩ এপ্রিল ২০২৩ ইং তারিখে শারমিনের বাবা ছামসুল হক ও মা শাহিনুর বেগমের সহায়তায় নগদ অর্থসহ ১০ ভরি স্বর্ণালংকার, কাপড় ও তৈজষপত্রসহ ১৮ লক্ষ টাকা মূল্যমানের সম্পদ নিয়ে চলে যায়।
প্রবাসী শাহীন আলমের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল মঙ্গলবার শাহীন আলমের স্ত্রী শারমিন বেগম, বাবা ছামসুল হক ও মা শাহিনুর বেগমকে আসামী করে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, শাজাহানপুর আমলী আদালতে ১৪২মি/২০২৩ (শাজাঃ) মামলা দায়ের করেন।