বুধবার, ১০ মে, ২০২৩
30 Nov 2024 10:22 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরধরে প্রতিপক্ষরা বে আইনী জনতায় দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটে জখম ভয়ভীতি ও ক্ষতিসাধনের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির সিংড়াপাড়ার নুর জাহান বেগম বাদি হয়ে গত সোমবার (৮ মে) একই গ্রামের আলমগীর হোসেন, আলামিন, রুহুল আমিন, হাসানসহ ১৩ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউপির সিংড়াপাড়া গ্রামের আজাহার আলী ওরফে রাজার সাথে একই গ্রামের বিবাদী আলমগীগ হোসেনসহ অপর বিবাদীদের পূর্ব থেকেই বিরোধ ও মোকদ্দমা চলে আসছে। গত রোববার (৭ মে) রাত সাড়ে ৯টায় বাদির স্বামী আজাহার আলী রাজা ও সবুজ নামের এক ব্যক্তি কুন্দগ্রাম বাজারে জনৈক পল্টুর চালের দোকানে বসে থাকা কালে মামলার এজাহারভুক্ত আসামীরা বে আইনী দলবদ্ধ হয়ে অতর্কিত ভাবে তাদের উপড় হামলা করে হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে মারপিটে গুরুত্বর জখম করে। পরে স্থানীয় জনতা আহত আজাহার আলী রাজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ রির্পোট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। তবে আসামী গ্রেফতারে তৎপরতা চলছে বলে মামলা তদন্তকারি পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান।
আবু মুত্তালিব মতি