বুধবার, ১০ মে, ২০২৩
30 Nov 2024 10:40 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ- আদমদীঘির সান্তাহারে এক দন্ত চিকিৎসালয়ে অভিযান চালিয়ে ৩শ পিচ নেশার (ইজিয়াম) এ্যাম্পলসহ মকছেদ খান ওরফে বিষু (৫৩) নামের এক গ্রাম্য চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (৯ মে) বিকেলে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মুনিরা সুলতানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর “খ” সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মকছেদ খান ওরফে বিষু আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার মাসুদ খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মকসেদ খান ওরফে বিষু দীর্ঘ দিন যাবত সান্তাহার পৌরসভা সড়কে তার চিকিৎসালয়ে চিকিৎসার আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মুনিরা সুলতানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর “খ” সার্কেলের সদস্যরা ওই চিকিৎসালয়ে অভিযান চালান। অভিযানে ওই চিকিৎসালয়ে ভিতর খাটের নীচে কাগজের কার্টুনে রাখা তিন‘শ পিচ নেশার এ্যাম্পল (ইজিয়াম) জব্দ করা হয় । এ ঘটনায় সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে রাত ৯টায় গ্রাম্য চিকিৎসক মকসেদ খান বিষুকে আসামী করে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
আবু মুত্তালিব মতি